শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে সরকারি সহায়তার অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ক্ষতিগ্রস্থদের হাতে অনুদানের চেক তুলে দেন।
শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর বাজার কমিটির আহবায়ক হাজী তোফাজ্জল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম টিটু, সদস্য শামসুল আলম, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় অগ্নিকান্ড ও পরবতীর্ সময়ে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ১৫ মে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শ্রীনগর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় সব মিলিয়ে ১৩৬ দোকান মালিক ও ভাড়াটি দোকানী ক্ষতিগ্রস্থ হন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগুনে পুড়ে ধ্বংস স্তুপে পরিণত হয়। ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আগুনের হাত থেকে রক্ষা পায়।
মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৬/০৫/২৫ইং
