শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর—দোহার আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত দুই অটোরিক্সার সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে সড়কটির শ্রীনগর উপজেলার রাঢ়িখাল এলাকার দামলায় এই ঘটনা ঘটে।
এতে ঢাকা জেলার দোহারের মোহিত পাড়া এলাকার মো. মোশারফ (৫৫), মো. এসহাক (৭৫) ও অটোরিক্সা চালক মো. ফরহাদুল গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মোশারফ ও এসহাক সম্পর্কে জামাই—শ্বশুর। খবর পেয়ে ফায়ার সার্ভিস কমীর্রা আহতদেরকে উদ্ধার করেন। প্রত্যক্ষদশীর্রা জানান, দামলা এলাকায় শ্রীনগরমুখী অটোরিক্সা দুটি একটি অপরটির পিছনে সজোরে ধাক্কা দিলে জামাই—শ্বশুরসহ ৩ জন আহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহত ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ মো. আশরাফুল ইসলাম জানান, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৮/০৫/২৫ইং

