শ্রীনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

 




শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “তামাক কোম্পনীর কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস—২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালিআয়োজিত ও আলোচনা সভা হয়েছে।



শনিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর ইউএনও’র সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ।




উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, সমাজসেবা অফিসার অনিক রায়, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌহিদুল ইসলাম, সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ কান্তা পাল, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র—ছাত্রী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট চিকিৎসক—নার্স ও বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।



আলোচনায় বক্তারা তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।  







মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
৩১/০৫/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন