শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটচিরা ও কেয়টখালীতে সড়ক দুর্ঘটনায় মোট ৪ জন আহত হয়েছে।
গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে পৃথক দুই স্থানে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদশীর্রা জানান, সমষপুর এলাকার কেউটচিরায় হাইওয়ের সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রা ট্রলির পিছনে একটি অটোরিক্সা সজোরে ধাক্কা দিলে অটোচালক জাহাঙ্গীর (৫০), যাত্রী শহিদুল ইসলাম (৫০) তার স্ত্রী সালমা বেগম (৪৫) আহত হন।
অপরদিকে ষোলঘর এলাকার কেয়টখালীতে সার্ভিস লেনে একটি মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষের ঘটনায় অটোচালক মোতাহার নামে একজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে।
স্থানীয়রা বলছেন, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে দাপিয়ে বেড়ায় মাহিন্দ্রা, শ্যালো ইঞ্জিন চালিত বিভিন্ন ধরণের নিষিদ্ধি ট্রলি ও বালুবাহী ড্রাম ট্রাক। রাত হলেই এক্সপ্রেসওয়ের সড়কে এসব যানবাহণের দৌরাত্ব অনেকাংশে বাড়ে।
অনভিজ্ঞ চালক ও অসাবধানতার কারণেই প্রায় প্রতিদিনই দুর্ঘটনা হচ্ছে। নম্বরবিহীন বেপরোয়া গতির এসব যানের নিয়ন্ত্রণ করা গেলে সড়কে দুর্ঘটনার পরিমাণ হ্রাস পাবে মনে করছেন তারা।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, প্রায় একই সময় দুটি স্থানে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অটোচালক জাহাঙ্গীর ও মোতাহারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
৩০/০৬/২৫ইং
