শ্রীনগরে সরকারি—বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) আয়োজিত ‘সরকারি—বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক সেমিনার হয়েছে।



বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। 



এডাব মুন্সীগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ও ফেন্ডস্ সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মো. জসিম মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফজরুল ইসলাম, উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার ওবায়দুল ইসলাম, কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর খান।



শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সাবেক ব্যাংক কর্মকতার্ এসএম খালেক, শ্রীনগর উপজেলা সুজনের সভাপতি আব্দুল লতিফ মাস্টার, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, প্রাইমারি ভিলেজ ডাক্তার সোসাইটির (পিভিডিএস) সাধারণ সম্পাদক দেওয়ান আবুল হাসেম, আলমপুর—মদনখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন হুমায়ুন, সাংবাদিক মোহন মোড়ল, মো. আসলাম, ফরহাদ হোসেন জনি প্রমুখ। 




এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কমীর্, বিভিন্ন সমাজসেবমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডাব কো—অর্ডিনেটর মো. নূরুল আমিন।





মো:ফারুক খান

শ্রীনগর,মুন্সীগঞ্জ

১৭/০৯/২৫ইং 

Post a Comment

নবীনতর পূর্বতন