শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পিছন থেকে দুহাত বাঁধা অবস্থায় মো. রফিক শেখ (৫৫) নামে এক ব্যক্তির বুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রফিক শেখ ওই এলাকার রানা মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। স্বজনদের দাবী রফিক শেখকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কয়কীর্তন গ্রামের ব্যবসায়ী রানা মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে শ্রীনগর থানা পুলিশ। নিহতের ছেলে হাবিব, শামীম ও মেয়ে আসমা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তার বাবা পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন।
এর পর আর বাসায় আসেনি। পরে বাবাকে খোঁজতে রানা মিয়ার বাড়িতে যান তারা। এ সময় রানার মিয়ার বাড়িতে বিল্ডিংয়ের ছাদের সঙ্গে একটি মই লাগানো দেখে ছাদে উঠে দেখা যায় ছাদ সংলগ্ন একটি আম গাছের ডালে তার বাবার দেহ ঝুলছিল। বাচানোর জন্য দ্রুত নামিয়ে দেখেন তার পিতা মারা গেছেন। এ সময় তার বাবার দুই হাত পিছন দিকে রশি দিয়ে বাঁধা ছিল।
স্থানীয়রা জানান, রফিক শেখ কয়কীর্তন গ্রামের রানা মিয়ার বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন। রানা মিয়া ঢাকায় ব্যবসা বাণিজ্য করেন। রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় রানা মিয়ারসহ তার পরিবারের সংশ্লিষ্টজনদের কেউ বাড়িতে ছিলেন না।
শ্রীনগর থানার সাব—ইন্সপেক্টর মো. হাবিব জানান, হাত বাঁধা অবস্থায় তো একজন ব্যক্তি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করতে পারেন না। মরদেহ উদ্বারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৬/০৯/২৫ইং
