শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় প্রদীপ বাড়ৈ (৪০) নামে এক পথচারী আহত হয়েছে।
আহত প্রদীপ বাড়ৈ উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রামের গিবেন্দ্র বাড়ৈর পুত্র। রবিবার রাত পৌণে ৭টার দিকে ছনবাড়ি—চকবাজার সড়কের শ্রীনগর প্রেসক্লাবের সামনে এদুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। প্রত্যক্ষদশীর্রা জানান, প্রদীপ বাড়ৈ পেশায় একজন ইলেক্ট্রিকসিয়ান।
সে হেটে শ্রীনগর ছনবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি অটো এসে তাকে ধাক্কা দিলে আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গুরুতর আহত পথচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১২/১০/২৫ইং
