শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে শিবরামপুর ঐতিহ্যবাহী নৌকা বাইচ—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাইচ প্রতিযোগিতায়র চুড়ান্ত টানে চ্যাম্পিয়ন হয়েছে ‘মার্টিন ভূইয়া’ নামক ছিপ নৌকা।
রানারআপ হয় ‘শেখ খোকন’ নামক ছিপ নৌকা। এ সময় নৌকা বাইচ দেখতে হাজার হাজার নারী—পুরুষ দর্শনার্থীর ভিড় জমে।
এলাকাবাসীর আয়োজনে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর বাজার সংলগ্ন খালে এই নৌকা বাইচ শুরু হয়।
এ সময় শতশত মাঝি—মাল্লার বৈঠার টানে টানে হৈ—হুল্লোর আর বাদ্যযন্ত্রের তালে তালে মাতিয়ে উঠে শিবরামপুর ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
কৈলার তুফান মেইল, মামা—ভাগিনা ও আলমপুর—২, রাঢ়িখাল এক্সপ্রেস—২, দিহাদ—জারা, পানি রাজসহ বেশকিছু বিশালাকার ছিপ নৌকা ও কোষা নৌকা এই বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়।
বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী নৌকার মাঝি—মাল্লাদের হাতে পুরস্কার হিসেবে একাধিক ফ্রিজ ও টিভি তুলে দেন আয়োজন কমিটির আমন্ত্রিত অতিথিরা। এদিন নৌকা বাইচ উপভোগ করতে শিবরামপুর হাট এলাকায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৬/১০/২৫ইং
