ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় ইট বোঝাই ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় আহত ৩

 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় সড়কে থেমে থাকা একটি ইট বোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহী সিএনজির ধাক্কায় ৩ জন আহত হয়েছে। 



আহত ৩ জনই সিএনজির যাত্রী। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। যাত্রী নিয়ে সিএনজিটি ঢাকা যাচ্ছিল। মঙ্গলবার রাত পৌণে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের  হাঁসাড়া সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে। 


খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে। স্হানীয়রা জানায়, ইট বোঝাই ট্রাকটি যান্ত্রিকক্রুটি হলে সড়কের পাশে দাড়িয়ে থাকে। 



দ্রুতগতিতে এসে সিএনজি দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে সিএনজির ৩ আরোহী আহত হন। সংঘর্ষের ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। 



শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষনিকভাবে ওই ৩ জনের পরিচয় জানা সম্ভব হয়নি।









মো:ফারুক খান
শ্রীনগর, মুন্সীগঞ্জ 
০৭/১০/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন