শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার পদ্মা নদীর চরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১১ জেলে আটক, মা ইলিশ ও বিপুল পরিমান জাল জব্দ করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাঘড়া সংলগ্ন ভূমিহীনদের চরে অভিযান পরিচালনা করা হয়।
শ্রীনগর উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনঅর ১৯ বীর (মাওয়া আর্মি ক্যাম্প), বাংলাদেশ পুলিশ, নৌ—পুলিশ, উপজেলা মৎস্য কার্যালয় ও বাংলাদেশ কোস্টগার্ড বিশেষ অভিযানে অংশ নেয়।
এদিন অভিযান পরিচালনা করে ১১ জন জেলেকে আটক করা হয়। নিষেধ অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে আটককৃত জেলেদের প্রত্যেককে ১০ দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জব্দকৃত ১৭০ পিস ইলিশ মাছ স্থানীয় ৩টি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়। নিষিদ্ধ প্রায় ১ কোটি ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, সেনা বাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মনোয়ারা বেগম, বাংলাদেশ কোস্টগার্ড ও আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৫/১০/২৫ইং
