শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে আলু বোঝাই অটোরিক্সা চাপায় মেহজাবীন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতরখোলা গ্রামে এঘটনা ঘটে। শিশু মেহজাবীন ওই গ্রামের দলিল লেখক আমিনুল ইসলামের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবুতরখোলা বাড়ির পাশে সড়কে বেপরোয়া গতিতে আলু বোঝাই একটি অটো শিশু মেহজাবীনকে চাপা দিলে গুরুতর আহত হয়। শিশুটিকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবােও বইছে শোকের মাতম। শিশুর পরিবার সূত্রে জানা যায়, মেহজাবীন কবুতরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
খোঁজ নিয়ে জানা গেছে, অটোটির চালকের বাড়ি পার্শ্ববতীর্ যশলদিয়া। চালকের নাম রফিক। সে ওই এলাকার ফজল কতের ছেলে।
মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০১/১১/২৫ইং
