শ্রীনগরে ৪ চোর আটকের পর উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

 



শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে গভীর রাতে বিদ্যুতের ট্রান্সফরমার ও তার চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ৪ চোর আটক হয়েছে। 


শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের হাতার পাড়ার সবুজ গ্রামে এঘটনা ঘটে। পরে উত্তম—মাধ্যম দিয়ে ওই ৪ চোরকে পুলিশে কাছে সোপর্দ করা হয়। 



আটককৃতরা হলেন হাতার পাড়ার ওসমান গনির ছেলে আলামিন ইসলাম, জসিম বেপারীর ছেলে রিফাত, কুকুটিয়ার নাগরভোগ গ্রামের হাসেম শেখের ছেলে সেলিম শেখ ও ষোলঘরে সিরাজ তালুকদারের ছেলে ফেরদৌস। 


স্থানীয়রা জানান, রাতের আধারে হাতার পাড়া সবুজ গ্রামের ট্রান্সফরমার ও তার চুরির জন্য বৈদ্যুতিক খুঁটিতে উঠতে দেখ এলাকাবাসী অভিযুক্ত ৪ যুবককে আটক করে। এ সময় তাদের কাছে প্লাস, হাতুড়ি, কাটার, সেলাইরেঞ্জসহ বিভিন্ন ধরণের যন্ত্রপাতি পাওয়া যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী আটককৃতদের চোর সন্দেহে উত্তম মাধ্যম দেয়। খবর পেয়ে শ্রীনগর থানার সাব—ইন্সপেক্টর আক্কাস উদ্দিন ঘটনাস্থলে এসে ওই ৪ জনকে থানায় নিয়ে যায়। 


অভিযুক্ত ৪ জনের মধ্যে আলামিন ইসলাম ও রিফাত বেপারী রাঢ়িখাল এলাকার হাতার পাড়ায় আত্মীয়র বাড়িতে থাকে। তাদের বিরুদ্ধে এর আগেও মাদক সেবন, চুরিসহ অপরাধমূলক কর্মকান্ডে জরিত থাকার অভিযোগ রয়েছে বলে সুত্রমতে জানা গেছে। 


শ্রীনগর থানার সাব—ইন্সপেক্টর মো. আক্কাস উদ্দিন বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা নং—১৮। আসামীদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।   





















মো: ফারুক খান 
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৭/০১/২৬ইং   

Post a Comment

নবীনতর পূর্বতন