শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের উপর ৩১ দফার কর্মশালা ও নিহত নবম শ্রেণির ছাত্র শেখ রহমতুল্লাহ্ রোমানের পরিবারকে সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে শ্রীনগর ছনবাড়িতে নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বুধবার বেলা বেলা ১১ টার দিকে শ্রীনগর ছনবাড়ি বাসস্ট্যাডের পাশে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলার সভাপতি সোনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ—সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল ধীরেন কুদ্দুস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ—সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি ডাঃ জাহিদুল কবির, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, ছাত্রদলের সহ—ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আলমগীর আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, নারী ও শিশু অধিকার ফোরামের শ্রীনগর উপজেলা কমিটির আহবায়ক সামসুল ইসলাম, সিরাজদিখান উপজেলা কমিটির আহবায়ক মনির হোসেন পিন্টুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীর্ বৃন্দ।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৬/০২/২৫ইং

.jpg)