শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন।
উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, পিআইও অফিসার তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকতার্ ফজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতার্ বৃন্দ। এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি র্যালি বের করা হয়।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৬/০২/২৫ইং
.jpg)