শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ—১৪৩২ বর্ষবরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে শ্রীনগর চকবাজার থেকে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আনন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এতে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ শাকিল আহমদ, বীর মুক্তিযোদ্ধা হাজী ইউনুচ শেখসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র—ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলা বর্ষবরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবর, হস্তশিল্প, মাটির তৈজসপত্র ও খেলনা সামগ্রীর স্টল বসে। আমন্ত্রিত অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৪/০৪/২৫ইং

