শ্রীনগরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহন ২৫২২, অনুপস্থিত ৩৬ জন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে এসএসসি ও সমমানের পরীক্ষা—২৫’র প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহন করে মোট ২৫২২ জন শিক্ষার্থী। 


এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ৩৬ জন শিক্ষার্থী। শ্রীনগর উপজেলার একাডেমিক সুপারভাইজার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার প্রদীপ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন। 


বৃহস্পতিবার সকালে শ্রীনগর উপজেলার ৩টি কেন্দ্রের মোট ৫টি ভেন্যুতে একযুগে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসিতে ২৩১১ জন, দাখিলের ১৫৮ জন ও ভোকেশনালের ৮৯ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহন করার কথা। এদিন পরীক্ষায় এসএসসিতে ২৩ জন, দাখিলে ৬ জন ও ভোকেশনালে ১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। 



মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১০/০৪/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন