শ্রীনগরে শিক্ষক আব্দুল হালিমের ইন্তেকাল

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া কে, কে, ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক আব্দুল হালিম খান (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। তিনি রবিবার ভোর ৫ টার দিকে কুকুটিয়া এলাকার ঝাপুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিন সকাল সাড়ে ১০ টায় কুকুটিয়া কে, কে, ইনস্টিটিউশন মাঠে মরহুম আব্দুল হালিম খানের জানাজা শেষে চাঁদপুরের মতলব উত্তর থানার ষাটনল গ্রামে লাশ নেওয়া হয়। শিক্ষক আব্দুল হালিম ওই গ্রামের মো. হাসেম খানের পুত্র।

আব্দুল হালিম খান ২০২০ সালে কুকুটিয়া কে, কে, ইনস্টিটিউশনে গনিতের শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু বিমলানন্দ বসু।

তিনি জানান, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষক আব্দুল হালিম মারা যান। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র—ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়—স্বজন রেখে গেছেন। মরহুম আব্দুল হালিম খান ঝাপুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়িতে থেকে কুকুটিয়া কে, কে, ইনস্টিটিউশনে শিক্ষকতা করতেন।

চাঁদপুরের মতলব উত্তর থানার ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুম আব্দুল হালিম খানের লাশ দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া চাওয়া হয়।  



মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৬/০৪/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন