শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া এলাকায় অবৈধভাবে স্ক্যাভেটর মেশিন (ভেক্যু) দিয়ে জমির শ্রেণী পরিবর্তণ করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে আর্থিক জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। তিনি অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ভেক্যুর চালককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০'র আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় মাটি কাটার ভেক্যুটি অপসারণের নির্দেশনা দেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জানান, উপজেলায় জনস্বার্থে অবৈধভাবে জমির মাটি কাটা ও ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সিগঞ্জ
১৬/০৬/২৫ইং
