শ্রীনগর(মুন্সিগঞ্জ)প্রতিনিধি: শ্রীনগরে পানি প্রবাহমান খান ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বীরতারা বাজার সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন অত্র এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা, সিনিয়র সহ—সভাপতি নজরুল ইসলাম নাদিম, সাধারণ সম্পাদক ইসরাফিল শেখ, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর শেখ, সাবেক ইউপি সদস্য মোকলেছ খান, উপজেলা যুবদলের যুগ্ন—আহবায়ক শহিদুল ইসলাম ও আব্দুল কাদের, মনির শেখ, আজমির শেখ, মিনার হোসেনসহ এলাকার কৃষক পরিবারের সদস্যরা।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ওই এলাকার মতিন খান নামে এক প্রভাবশালী বীরতারা বাজারের পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন পানি প্রবাহের জায়গাটি বালু দিয়ে ভরাট করায় এলাকার ৪টি খালের পানি চলাচল বন্ধ হয়ে যায়।
এতে করে শতশত কৃষি জমি হুমকির মুখে পড়ে। এর আগে স্থানীয় প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে পানি প্রবাহের পথ উন্মুক্ত রাখতে বলা হলেও অভিযুক্ত মতিন খান নিষেধ অমান্য করে রাতের আধারে ভরাটকৃত জায়গায় পাকা স্থাপনা নিমার্ণ করছেন। এখন পানি প্রবাহ বাঁধাগ্রস্ত হওয়ার ফলে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এতে কৃষি মৌসুমে ক্ষেতে আলু, সরিষাসহ বিভিন্ন রবি—শস্য চাষাবাদে বিড়ম্বনার শিকার হচ্ছেন। গুরুত্বপূর্ণ পানি প্রবাহের ওই জায়গার মাটি অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। মানববন্ধ শেষে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।
ইউপি সদস্য জাহাঙ্গীর শেখ বলেন, বীরতারা বাজারের পাশে সেতুর জায়গাটি ভরাটের ফলে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। অপরদিকে মতিন খানের বাড়ির সামন্য উত্তরদিকে (প্রায় ৪০০ ফুট দূরত্বে) সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে খালের ওপর নির্মাণাধীন সেতুটি জনসাধারণের কোন কাজে আসবেনা।
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মতিন খান ফোন রিসিভ করেননি। তবে মতিন খানের চাচাত ভাই শামীম খান বলেন, এ ব্যাপারে তাকে (মতিন খান) একাধিকবার বলেছি সে কারও কথা শুনেননি।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৪/০৬/২৫ইং

