শ্রীনগরে চোর সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিপাকে গ্রামবাসী

 



শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার মত্তগ্রামে চোর সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলে গ্রামবাসী এখন উল্টো বিপাকে পড়েছে। গত কয়েক মাস ধরে মত্তগ্রামে লাগাতার চুরির ঘটনায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠে। 


গত ২৬ এপ্রিল ওই গ্রামের হারুন পাঠানের বাড়িতে চক্রের ৩/৪ জন সদস্য ঘরে ঢুকে চুরি করার সময় ঘরের লোকজন টের পেয়ে চোর চোর বলে চিৎকার দিলে চোরেরা পালিয়ে যায়। 


চোর চক্রের সসদ্যরা হারুন পাঠানের ঘর থেকে দুটি মোবাইলফোন চুরি করে নিয়ে গেলেও চোর চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে এক সদস্যের একটি ফোনসেট ঘরের পাটাতনে ফেলে যায়।



ফেলে যাওয়া ফোনের সূত্রধরে গ্রামবাসী ওই এলাকার শিশির পাঠান ও শিয়ন পাঠান নামে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 


গ্রামের ভুক্তভোগীরা শ্রীনগর থানায় একাধিক এজাহার ও সাধারণ ডায়েরী করেন। তবে একদিনের ব্যবধানে তারা জামিনে বের হয়ে আসে। তারা গ্রামে ফিরে নানা রকম ভয়ভীতি, হুমকি—ধামকি শুরু করে। এমনকি যারা চোর সিন্ডেকেটের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মিথ্যা মামলা দায়ের করে। এতে ওই এলাকাবাসী ভীত—সন্ত্রস্ত হয়ে পরেছে। 


চোর সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি করার পরও কোনও কার্যকর ব্যবস্থা না পেয়ে মঙ্গলবার সকালের দিকে মত্তগ্রামের পাঠান বাড়ি সেতুর সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটসহ স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। 


সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ইসরাফিল  শিকদার। সংবাদ সম্মেলন শেষে অভিযুক্তদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। 


এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রব পাঠান, সিরাজউদ্দিন, আবু কালাম মৃধা, শফিক শিকদার, আমির হোসেন শেখ, ওয়ারিশ খান, নজরুল পাঠান, আফজাল হোসেন, সেলিম শেখ, আব্দুল লতিফ সিকদার, রমিজ উদ্দিন দর্জি, শাহ আলম, শেখ কবির, সুজন শেখসহ প্রায় দুই শতাধিক নারী পুরুষ। 





মো:ফারুক খান 

শ্রীনগর,মুন্সীগঞ্জ

০৩/০৬/২৫ইং


Post a Comment

নবীনতর পূর্বতন