শ্রীনগরে গ্যারেজের তালা ভেঙ্গ দুটি অটোরিক্সা চুরির অভিযোগ

 



শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ই্উনিয়নের সিন্দুরদীতে গ্যারেজের দরজার তালা ভেঙ্গে দুটি অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে।


শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। সিন্দুরদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবের ও মরহুম আলমগীরের ছেলে রিংকুর অটোরিক্সা চুরি হয়। 


জানা গেছে, সিন্দুরদীতে হাজী হেলাল উদ্দিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে টিনশেড গ্যারেজটির মালিক আবু তালিব। সে ঢাকায় বসবাস করেন। 


গ্যারেজটি পরিচালনা করেন একই গ্রামের মিজান বেপারী। স্থানীয়রা জানান, সংঘদ্ধ চোরচক্র রাতের কোন এক সময় গ্যারেজ থেকে অটোরিক্সা চুরি করে নিয়ে গেছে। সকালে গ্যারেজ দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখা যায়। 


তারা আরো জানান, গত ২৮ জানুয়ারি দিবাগত রাতে সিন্দুরদী সড়কের মোড়ে মাদবর ভ্যারাটিজ স্টোরের বেড়া কেটে দোকানের প্রায় লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ চোর চক্রটি এলাকায় বিভিন্ন সময় চুরি করছে। 


ভুক্তভোগী রিংকু জানান, গ্যারেজে ১৩/১৪টি অটোরিক্সা রিক্সা রাখা হয়। সকালে গ্যারেজে এসে দেখি আমার অটোসহ দুটি অটোরিক্সা চুরি হয়ে গেছে। বড় সাইজের দুটি অটোরিক্সার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। 


স্থানীয় ইউপি সদস্য শেখ নজরুল ইসলাম জানান, অটো চুরির ঘটনা শুনে গ্যারেজে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এসেছি। দুপুরের দিকে গ্যারেজটির পরিচালক মিজান বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে গ্যারেজ বন্ধ করে রাত ১১টার দিকে বাড়িতে চলে যাই। 


রবিবার সকালে এসে গ্যারেজের মূল দরজার তালা ভাঙ্গা দেখি। ভিতর থেকে দুটি অটো চুরি হয়ে গেছে। এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করতে যাই। ডিউটি অফিসার পর যেতে বলছেন। 


এ ব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার সাব—ইন্সপেক্টর মো. হাবিব জানান, তাদেরকে লিখিত অভিযোগ নিয়ে সন্ধ্যায় আসতে বলেছি। 


আটপাড়া এলাকায়ও অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা কিছুক্ষণ হলো আসছেন। 









মো:ফারুক খান

শ্রীনগর,মুন্সীগঞ্জ

২৭/০৭/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন