শ্রীনগরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

 




শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপির আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 


মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।


মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, শ্রীনগর সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) সমর বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ। 


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর সরকারি সুফিয়া এ, হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গা রানী শিকদার, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর খান, মেধাবী শিক্ষার্থী  রাকিবুল ইসলাম, নাফিয়া ইসলাম, ইশতিয়াক মতিন মিয়াদ প্রমুখ। 


এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া কমলাকান্ত ইন্সটিউশনের সাবেক প্রধান শিক্ষক বিমলানন্দ বসু, লস্করপুর হোসাইনিয়া কাশেমুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মাছুম বিল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র—ছাত্রী ও গণমাধ্যম কমীর্ বৃন্দ।



জানা গেছে, এদিন শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট ৪০ জন শেষ্ঠ শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।






মো:ফারুক খান
শ্রীসগর, মুন্সীগঞ্জ
২৯/০৭/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন