শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে উপজেলার হাঁসাড়ায় যাত্রীবাহী বাস সড়কদ্বীপের সাথে ধাক্কা লেগে অন্তত ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে হাঁসাড়া যাত্রী ছাউনীর সামনে হাইওয়ের ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে। বাসটির চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদশীর্রা জানান, পদ্মা ট্রাভেলস লিমিটেডের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব—১২১৫০৬) একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো ল—৩৬৭৫৬৩) পিছন থেকে ধাক্কা দিয়ে ডাকদিকে সড়কদ্বীপের রেলিংয়ের সাথে বাসটি ধাক্কা খেয়ে কয়েকজন যাত্রী আহত হন।
এ সময় বাসটি আড়াআড়ি ভাবে সড়কদ্বীপের ওপরে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কমীর্ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। আহত মোটরসাইকেল চালক জুরাইন এলাকার মো. উজ্জ্বল (৪০) জানান, দ্রুগতির বাসটি পিছন থেকে ধাক্কা দিয়ে সড়কদ্বীপে উঠে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। বাসটির চালককে খুঁজে পাওয়া যায়নি।
হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি সরানোর চেস্টা চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৯/০৭/২৫ইং
