শ্রীনগরে আরএসবির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ “লড়াই, সংগ্রাম ও ঐক্যের পাঁচ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর(আরএসবি)’র পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। 


মঙ্গলবার দিনব্যাপী সরকারী শ্রীনগর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।


 এসময় সামাজিক সংগঠন নিয়ে গুনিজনদের ভাবনা শীর্ষক আলোচনায় বক্তারা তাদের নিজস্ব মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সকাল ও বিকাল দুটি ভাগে ভাগ করে উদযাপিত হয়।


 
অনুষ্ঠানের সকালের অংশে বক্তব্য রাখেন সরকারী শ্রীনগর কলেজের অধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম,শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা,সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম,ফারুক হোসেন মোড়ল,পাটাভোগ ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল হক ডিউক,প্যারাগন শ্রীনগর শাখার পরিচালক করিম হোসেন শ্রাবন প্রমুখ।


 
বিকালে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম,মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজন হায়দার জনি,শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন।



মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর(উত্তর) সভাপতি মশিউর রহমান জিসান, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরাফাত রায়হান সাকিব, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফুল ইসলাম অভি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল,সরকারী শ্রীনগর কলেজে ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল আহমেদ টিপু প্রমুখ।




অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিভিন্ন সংগঠন ও অমন্ত্রিত অতিথীদেরকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।









মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৯/৭/২০২৫

Post a Comment

নবীনতর পূর্বতন