ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছিতে ট্রাকের পিছনে বাসের ধাক্কা, ভারতীয় নাগরিকসহ আহত ৬



শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার দোগাছি বাজারের পাশে ব্যাটারি বোঝাই একটি ট্রাকের পিছনের যাত্রীবাহী এসি বাসের (রয়েল কোচ) ধাক্কায় ভারতের দুই নাগরিকসহ অন্তত ৬ জন আহত হয়েছে।


 
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভারতের কলিকাতার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে আজিজুর রহমান (৪০), হাবিবুর রহমান (৩৫) ও নোয়াখালির আব্দুল মালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৫), যশোরের আক্তারুজ্জামানের ছেলে হাবিবুর জামান (৪০) ও বাসটির সুপারভাইজার ফরিদপুরের হাবিবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (৪২) সহ আহত ব্যক্তিদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।




এ ঘটনায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদশীর্রা জানান, এক্সপ্রেসওয়ের দোগাছিতে মাওয়ামুখী লেনে ব্যাটারি বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ড—১২৪৮৮৫) চাকা বাস্ট হলে ট্রাকটি সড়কের ডানপাশে রেখে চাকা ঠিক করা হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব— ১৩২১২৫) এসে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দেয়।



এতে ট্রাকের পিছন ও বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের যাত্রীরা ভিতরে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কমীর্রা আহতদের উদ্ধার করেন। 



যাত্রী সূত্রে জানা যায়, রয়েল কোচের এসি সার্ভিস বাসটি বেনাপোল যাচ্ছিল। স্থানীয়রা বলছেন, গত মঙ্গলবার দুপুরের দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় ঢাকামুখী লেনে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙ্গেচূরে বাসটি সড়কদ্বীপের ওপরে আড়াআড়িভাবে আটকে থাকতে দেখা যায। 



এ ঘটনায় অন্তত ৫ জন আহত হন। তারা বলছেন, এক্সপ্রেসওয়েতে ওভারট্রেকিং, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য করা ও চালকদের অসাবধানতার কারণে প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। এতে সড়কে প্রাণহানীর সংখ্যা বাড়ছে।


 
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, হাইড্রলিক ইকুইপমেন্ট ব্যবহার করে বাসটিতে আটকা পড়া ভারতের দুই নাগরিকসহ আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।



অপরদিকে ট্রাক বোঝাই ব্যাটারির অগ্নিনির্বাপন করা হয়। ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট কাজ করে।
হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, বাস ও ট্রাক হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আহত ৬ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।








মোঃফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
৩০/০৭/২৫ইং 

Post a Comment

নবীনতর পূর্বতন