শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৫ মাসের যমজ ২ শিশু কন্যাকে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছে তাদেরই মা শান্তা (২৪)।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জের আদালতে ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের সামনে শান্তা আক্তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের বিলের বাড়ির একটি পুুকুর থেকে ৫ মাসের কন্যা লামিয়া ও সামিয়কে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় শিশু দুটির বাবা সোহাগ শেখ দাবী করে আসছিল স্ত্রী শান্তা আক্তার এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে শান্তার দাবী তার স্বামী সোহাগ শেখ শিশু দুটিকে পুকুরের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় পুলিশ সোহাগ শেখ, তার ভাই মামুন ও স্ত্রী শান্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। গত মঙ্গলবার রাতে সোহাগের বড় ভাই আল—আমিন হত্যা মামলা দায়ের করে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই সালমান জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শান্তা আক্তার স্বীকার করে পারিবারিক কলহের জের ধরে সে নিজেই তার সন্তানদেরকে ঘরের পেছনের দরজা দিয়ে পাশের পুকুরের পানিতে ছুড়ে ফেলে। শান্তা আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, শান্তা শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের শাহ আলমের মেয়ে।
প্রায় দুই বছর আগে তার সাথে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের মরহুম হায়দার আলী শেখের ছেলে সোহাগ শেখের বিয়ে হয়। বিয়ের পর বেশ কিছুদিন ভালই কাটছিল। শান্তা অন্তস্বত্ত্বা হওয়ার পর থেকে সোহাগ শেখ নানা কারণে শান্তাকে সন্দেহ করতে থাকে। এনিয়ে প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া হতো। সন্তান হওয়ার আগে শান্তা তার বাবার বাড়িতে চলে যায়।
বাবার বাড়িতে থেকে শান্তা হাসপাতালে লামিয়া ও সামিয়া নামে দুটি কন্যাসন্তান জন্ম দেয়। সন্তানদের বয়স ৫ মাস হলে সোহাগ শেখ প্রায় ১০ দিন আগে তার স্ত্রী ও সন্তানদেরকে নিজ বাড়িতে নিয়ে আসেন।
কিন্তু সন্তানদের চেহারার সাথে সোহাগ শেখের চেহারার মিল নেই কেন এই প্রশ্ন তুলে ফের কলহ শুরু করে। সর্বশেষ গত সোমবার সন্ধ্যায় বাড়িতে বাজার ও সন্তানদের জন্য দুধ এনে দিতে বললে সোহাগ জানায় তিনি পারবেন না।
এতে শান্তা মানসিক কষ্টে অনেক কান্নাকাটি করে এবং একপর্যায়ে পাটাতন ঘরের পেছনের দরজা খুলে প্রথমে সামিয়াকে ও পরে লামিয়াকে ফেলে দেয়। পরে তাদের বাড়ি থেকে কয়েক বাড়ি দুরে গিয়ে দুর সম্পর্কের এক আত্মীয়কে কাছে গিয়ে সোহাগ শেখ দুই মেয়েকে পানিতে ফেলে দিয়েছে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুকুরে নেমে লামিয়া ও সামিয়াকে পানির নিচ থেকে তুলে হাসপতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান, এই ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে। শিশু দুটির মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৯/০৭/২৫ইং
