শ্রীনগরে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে আর্থিক জরিমানা ও কারাদন্ড




শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩টি মামলায় ৩ লাখ টাকা জরিমানা ও ২ ব্যক্তিকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।


রবিবার বিকালে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের দিক নির্দেশনায় হাঁসাড়া ইউনিয়নের আলমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি বাল্কহেডসহ অভিযুক্ত ব্যক্তিদের অটক করা হয়। 


পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশানার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করেন। আড়িয়ল বিলের বিভিন্ন কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করার অপরাধে (ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন—২০২৩’র আওতায় ২ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান ও ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করেন। 


অপরদিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন—২০১০’র আওতায় ১ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় শ্রীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন। 



এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জানান, আড়িয়ল বিলসহ শ্রীনগর উপজেলাব্যাপী জনস্বার্থে অবৈধ ড্রেজার, কৃষি জমি কাটা ও ভরাট প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।





মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৩/০৭/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন