শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা, বোরো, বোনা আমন প্যাটার্নে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে আটপাড়া এলাকার বাড়ৈগাঁও মাঠ দিবস ও কারিগরি আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক বিপ্লব কুমার মোহন্ত।
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ডিএই খামারবাড়ি, ঢাকা, প্রকল্প পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, কৃষিবিদ গোলাম হাসান মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন মাইনউদ্দিন সাআদ, অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আফরোজসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকতার্ ও স্থানীয় কৃষক বৃন্দ।
জানা গেছে, এদিন শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মাঠ দিবস ও কারিগরি আলোচনায় ২০২৪—২০২৫ অর্থ বছের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই অঞ্চলে বারি—১৪ জাতের সরিষা আবাদে স্থানীয় কৃষকদের উদ্বদ্ধু করণের দিকে তাগিদ দেওয়া হয়।
মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৩/০৭/২৫ইং
