শ্রীনগর চকবাজার—ছনবাড়ি সড়কে অটো—বাইক সংঘর্ষে আহত ৩

 

     

 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর চকবাজার—ছনবাড়ি সড়কের হরপাড়ায় ব্যাটারি চাীরত অটোরিক্সা ও মোটরসাইল সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বুধবার বিকালে এই ঘটনা ঘটে। 



আহতরা হলেন মুন্সীগঞ্জের মাওয়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে অটো চালক গিয়াসউদ্দিন (৩৫), বাইক চালক নরসিংদীর মনোহরদীর ফারিজউদ্দিনের ছেলে বাছের মিয়া (৩৫) ও আরোহী গাজিপুর সদর এলাকার হাফিজউদ্দিনের ছেলে হেলালউদ্দিন (৪০)। 



প্রত্যক্ষদশীর্রা জানান, শ্রীনগর প্রেসক্লাব সংলগ্ন সড়কে অটোরিক্সাটি হঠাৎ করে ছনবাড়ির দিকে ঘুরছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের (ঢাকা মেট্রো  হ—১৬৮৭৬০) সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে অটোচালক ও বাইকের আরোহীরা ছিটকে সড়কে পড়ে আহত হন। ফায়ার সার্ভিস কমীর্রা তাদেরকে উদ্ধার করেন। 



শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। 





মো:ফারুক খান

শ্রীনগর,মুন্সীগঞ্জ

২০/০৮/২৫ইং

   


Post a Comment

নবীনতর পূর্বতন