শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রায় ১৬ হাজার চারা গাছ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।
জানা গেছে, দেশীয় জাতের ফলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে বিভিন্ন জাতের আম, জাম, বড়ই, লেবুসহ অন্যান্য ফলের চারা গাছ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান গণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র—ছাত্রী বৃন্দ।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৮/০৮/২৫ইং
