শ্রীনগরে বাড়ির পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বসতবাড়ির প্রায় ১০০ গজ দূরে সবজির ক্ষেত থেকে এক বৃদ্ধের রক্তাত্ব লাশ উদ্ধার করেছে পুলিশ। 


রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব—আটপাড়ার অনিল মার্কেট এলাকা থেকে আয়নাল হক (৬৫) নামে ওই বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়। 


আয়নাল হক পূর্ব—আটপাড়া এলাকার মো. দুখাই’র ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি আয়নাল হক। 



পরিবারের লোকজন স্থানীয় বাজারসহ বিভিন্ন জায়গায় খোজ করেও তার সন্ধান পায়নি। রবিবার সকাল ৭টার দিকে তার স্ত্রী বাড়ি থেকে প্রায় ১০০ গজ দক্ষিণ দিকে নিজেদের সবজি ক্ষেতে তাকে পরে থাকতে দেখে চিৎকার দেন। 



এলাকাবাসী এগিয়ে এসে দেখেন তার লাশটি পরে রয়েছে। তার এক হাতের কব্জিতে ও অপর হাতের বাহুতে ক্ষত রয়েছে। তার স্ত্রী সাহিদা বেগম (৬০) জানান, তার স্বামীর সাথে কারো শত্রুতা ছিলনা। স্বামীর সাথে তার সম্পর্কও খুব ভাল ছিল। 



অপর একটি সূত্র জানায়, আয়নাল হকের দুই ছেলে প্রবাসী। বাড়িতে তার স্ত্রী ও ছেলের স্ত্রীরা থাকেন। তাদের সাথে আয়নাল হকের সম্পর্ক ভাল ছিলনা। কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝগড়া ঝাটি চলছিল।



শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশের শরীরে ক্ষত রয়েছে। 



তবে ময়নাতদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না এটি হত্যাকান্ড কিনা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 








মো:ফারুক খান 

শ্রীনগন,মুন্সীগঞ্জ

৩১/০৮/২৫ইং

 


Post a Comment

নবীনতর পূর্বতন