শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বৃদ্ধ পিতার ছুরিকাঘাতে মাদকাসক্ত পুত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা আবুল হোসেনকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের দেওয়ান পাড়ায় এঘটনা ঘটে। নিহত ছেলে আহাদের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক আবুল হোসেনের স্ত্রী প্রায় ৪ বছর আগে মারা যান।
মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলে আহাদকে নিয়ে আবুল হোসেন বাড়িতে থাকেন। তবে মাদকাসক্ত ছেলে প্রায় সময়ই মাদকের টাকার জন্য বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করতো।
গত দুই সপ্তাহ আগে অতিষ্টি হয়ে বৃদ্ধ আবুল হোসেন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সোমবার সকালে বাবার কাছে আহাদ ১৫ হাজার টাকা দাবী করে।
টাকা না পেয়ে আহাদ চাকু নিয়ে আহাদ তার বাবাকে হত্যার উদ্দেশ্যে আসে। এ সময় চাকু কেড়ে নিয়ে আবুল হোসেন তার ছেলের বুকে ও পেটে আঘাত করে। ঘটনাস্থলেই আহাদ মারা যায়।
প্রতিবেশী মামুন খান জানান, আবুল হোসেন এলাকায় নিরিহ লোক হিসেবে পরিচিত। তবে মাদকাসক্ত ছেলের কারণে বাবা হিসেবে এলাকায় মুখ দেখাতে পারতেনা। প্রায় সময়ই আহাদ মাদকের টাকার জন্য তাকে মারধর করতো।
আবুল হোসেনের কন্যা জাহানারা বেগম বলেন, তার ভাই আহাদের অত্যাচারে পুরো পরিবার অতিষ্ট ছিল। তাকে নারায়ণগঞ্জে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ৪ মাস রেখে ভাল করা হয়। সুস্থ হয়ে বাড়িতে এসে আবার আগের পথেই চলে যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাবাকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মো:ফারুক খান
শ্রীনগর মুন্সীগঞ্জ
০১/০৯/২৫ইং
