শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ—সভাপতি মামুন মাদবরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত গভীর রাতে বাঘড়ার কাঠালবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, মামুন মাদবর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে অত্র এলাকায় শালিস—বৈঠক বাণিজ্যসহ নানা অপকর্ম ও এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তার দাপট চলমান। ওই এলাকার কামারগাঁও, কাঠালবাড়ি, বৈচারপাড়া, কাঠিয়াপাড়া, আল—আমিন বাজারসহ কয়েকটি গ্রামে মাদবর উপাধি ব্যবহার করে বাহিনী তৈরির মাধ্যমে নানা অপকর্মে নেতৃত্ব দিয়ে আসছিল।
মাদবর বাহিনীর অত্যাচারের শিকার হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। পুলিশ জানায়, মামুন মাদবর মুন্সীগঞ্জে গত ৩ আগস্ট (২০২৪) ছাত্র—জনতা হত্যার ঘটনায় হওয়া নাশকতা মামলার আসামী হয়ে জেল খেটেছে। তার বিরুদ্ধে আরো ৩টি মামলা রয়েছে। তবে সব মামলায় তিনি জামিনে রয়েছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, মামুন মাদবরবে বুধবার রাতে সন্দেহজনক ভাবে আটক করা হয়। তাবে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৪/০৯/২৫ইং
