শ্রীনগরে বসতঘর আগুনে পুড়ে ছাই

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বনগাঁও গ্রামে একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ১টি ঘর পুড়ে ছাই হয়েছে। 


গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই গ্রামের মো. মহাসিনের টিন ও কাঠের তৈরি  ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে ভুক্তভোগী পরিবারটি প্রায় ৩ লাখ টাকার ক্ষতি মুখে পড়ে। 



স্থানীয়রা জানান, মধ্যরাতে মহাসিনের ১টি ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বানগাঁও ও পার্শ্ববতীর্ বিবন্দী গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 



ধারনা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট—সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ওই এলাকার আব্দুল কুদ্দুস শেখ ও শাহ আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে শতশত লোকজন ঘটনাস্থলে এসে পার্শ্ববতীর্ পুকুর থেকে পানি এনে আগুন নিভায়। 



এতে বাড়ির অন্যান্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়। এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকাবাসীর সহায়তায় অগ্নিনিবার্পণ হয়। 





মো:ফারুক খান

শ্রীনগর,মুন্সীগঞ্জ

০৬/০৯/২৫ইং 


Post a Comment

নবীনতর পূর্বতন