শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পবিত্র ঈদ—ই—মিলাদুন্নবী (সাঃ) উপযাপন—২০২৫ উপলক্ষে আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ ছাত্র, যুব, আইম্মায়ে ও জমইয়াতে হিজবুল্লাহ শ্রীনগর উপজেলা শাখার আয়োজনে এই আনন্দ মিছিল অনিুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র, শিক্ষকসহ প্রায় ২ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।
আনন্দ মিছিলটি উপজেলার মডেল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত পথসভা করে।
এ সময় উপস্থিত সংশ্লিষ্ট বক্তারা পবিত্র ঈদ—ই—মিলাদুন্নবী (সাঃ) এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। সকাল সাড়ে ১০টার দিকে পথসভা শেষে আনন্দ মিছিলটি শ্রীনগর চকবাজারের দিকে যায়।
মো:ফারুক খান
শ্রীনগর,মু্সীগঞ্জ
০৬/০৯/২৫ইং
