শ্রীনগরে র‍্যাব—১০’র অভিযানে ২টি বিদেশী পিস্তলসহ গ্রেফতার ৩

 

   


শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে র‍্যাবের অভিযানে ২টি বিদেশী পিস্তল, গুলি, মাদকসহ ৩ জন গ্রেফতার হয়েছে। 



শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাগ্যকুলের আল—আমিন বাজার এলাকা থেকে র‍্যাব—সদস্যরা ওই ৩ জনকে গ্রেফতার করেন। 



গ্রেফতারকৃতরা হলেন  পার্শ্ববর্তী  লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ঘাট এলাকার সেকান্দোর হোসেন আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (৪০), একই উপজেলার কুমারভোগ এলাকার শাহ আলমের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৪০) ও শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার মাগঢালের আজাহার দেওয়ানের ছেলের শওকত আকবর (২৮)। 



এদিন বিকালে র‍্যাব—১০’র সিনিয়র সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিপিসি—২, মো. আনোয়ার হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। 


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন ও দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।



আসামীরা পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমের পাশাপাশি এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।



গ্রেফতারকৃদের কাছ থেকে ম্যাগাজিনসহ ২টি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ১৫০ বোতল ফেন্সিডিল, ১ বোতল বিদেশী মদ, মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৩ হাজার ৫শত’ টাকা উদ্ধার করা হয়। 



এছাড়া মাদক বহনকারী ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আসামীমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




মো:ফারুক খান 

শ্রীনগর,মুন্সীগঞ্জ

০৬/০৯/২৫ইং 


Post a Comment

নবীনতর পূর্বতন