শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শ্রীনগর ছনবাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকমীর্ নিয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর বাজার এলাকার জমজম টাওয়ারের সামনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও মুন্সীগঞ্জ—১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি বাসস্তবায়ন করতে হবে।
শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর টি.এম বেলাল হুসাইনের সভাপতিত্বে সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নূরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোসলেম ঢালীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর—সেক্রেটারি এবং নেতৃবৃন্দ।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৬/০৯/২৫ইং
