মুন্সীগঞ্জ—১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে সমাবেশ ও এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা

 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ—১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে শনিবার বেলা ১১ টায় শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশ শেষে ৩ নেতা মিছিল নিয়ে ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ছনবাড়িতে অবস্থান নেয়। 




পরে তাদের কমীর্রা হাইওয়ে লেনে উঠে যানবাহন চলাচল বন্ধ করে অবরোধের চেষ্টা করলে নেতারা তাদেরকে সরিয়ে আনেন। এর আগে শ্রীনগর স্টেডিয়াম মাঠে সমাবেশে মুন্সীগঞ্জ—১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে একই মঞ্চে উঠে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলী, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ন—সম্পাদক ফরহাদ হোসেন। 



তারা মুন্সীগঞ্জ—১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার করে ত্যাগীদের মূল্যায়নের আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আওলাদ হোসেন উজ্জল, তাজুল ইসলাম, মো. জসিম মোল্লা প্রমুখ। 



সমাবেশ শেষে তারা দুপুর ১টার দিকে মিছিল নিয়ে ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি ফ্লাইওভার ব্রিজের নীচে অবস্থান নেন। এ সময় তাদের বেশকিছু নেতাকমীর্ আল—মদিনা জামে মসজিদ সংলগ্ন এক্সপ্রেসওয়ের হাইওয়ে লেনে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করে। 



মীর সরফত আলী সপু তাৎক্ষনিকভাবে সেখানে উপস্থিত হয়ে এক্সপ্রেসওয়ে থেকে কমীর্দেরকে সরিয়ে নেন। এক্সপ্রেসওয়ের অবরোধ প্রসঙ্গে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, বেশকিছু লোক এক্সপ্রেসওয়েতে উঠে ২/৩ মিনিটের মতো ছিল। পরে তাদের নেতৃবৃন্দ তাদেরকে এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে নেয়।








মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২২/১১/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন