শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে উপজেলা পর্যায়ে বাংলাদেশের গ্রাম আদালত কার্যক্রম অধিকতর শক্তিশালী করণের লক্ষ্যে দুদিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে। বুধবার সকালে শ্রীনগর ইউএনও’র সভাকক্ষে উপজেলার শ্রীনগর (সদর) বাড়ৈখালী, হাঁসাড়া ও ষোলঘর ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়।
এতে এলাকার ছোট খাটো দেওয়ানী ও ফৌজদারী বিরোধ সল্প খরচে ও দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার লক্ষ্যে গ্রাম আদালত গঠণের মধ্যে দিয়ে এর বিচারিক প্রক্রিয়া, গ্রাম আদালত আইন ও বিধিমালা ও ইউপি সদস্য হিসাবে গ্রাম আদালত কার্যক্রমকে আরো শক্তিশালীকরণে তাদের দ্বায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে পারেন পাশাপাশি এলাকার সকল শ্রেণি পেশার মানুষকে কিভাবে সচেতন করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এদিন উপজেলার চলমান গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে প্রশিক্ষণ কোর্স সমন্বয়কারী হিসেবে উপজেলার নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
জানা গেছে, প্রশিক্ষনটি পরিচালনা প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের তত্বাবধানে (অপঃরাধঃরহম ারষষধমব পড়ঁৎঃং রহ ইধহমষধফবংয) শিরোনামে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডপি ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট মেম্বারদের নিয়েও এই প্রশিক্ষণ চলমান থাকবে।
প্রশিক্ষণে উপজেলার রিসোর্স পারসোন হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ কান্তা পাল ও সমাজ সেবা কর্মকতার্ অনিক রায় প্রশিক্ষণে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী (সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায়) মো. মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৯/১১/২৫ইং
